বগুড়ার শিবগঞ্জে একই পরিবারে ১৪ জন দৃষ্টি প্রতিবন্ধির মানবেতর জীবন-যাপন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের সোবহানপুর পোড়াবাড়ী এলাকা একই পরিবারের ১৪ জন দৃষ্টি প্রতিবন্ধি মানবেতর জীবন-যাপন করছে।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে নজরে পড়ে গাবতলী-শাজাহানপুর এলাকার জাতীয় সংসদ সদস্য রেজাউল করিম বাবলুর। ঘটনাটি তার হৃদয়ে নাড়া দেয়। যার প্রেক্ষিতে ১০ আগষ্ট শনিবার প্রতিবন্ধি সংগঠনের নেতা বিশিষ্ট সাংবাদিক আরিফ রেহমান কে সঙ্গে নিয়ে প্রতিবন্ধিদের বাড়িতে তাদেরকে দেখতে যান।
ঈদের আগে কিছু ঈদ উপহার সামগ্রী তাদের হাতে তুলে দেন। এই অভাব অনটনের মধ্যে তারা জাতীয় সংসদ সদস্যের উপহার সামগ্রী পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যায়। পরিবারের সদস্য শহিদুল ইসলাম জানান, বংশানুক্রমে তারা দৃষ্টি প্রতিবন্ধি মৃত আদু শেখ এবং দাদি দৃষ্টি প্রতিবন্ধি ছিলেন এর প্রেক্ষিতে তার বাবা মৃত জোব্বার শেখও দৃষ্টি প্রতিবন্ধি হয়ে জন্ম গ্রহণ করেন। মৃত জোব্বার শেখের ৩ মেয়ে ও ৩ ছেলে তারাও দৃষ্টি প্রতিবন্ধি। তাদের সন্তানরা যথাক্রমে শহিদুল ইসলাম (৪০), বুলু মিয়া (৩৫), আমেনা (৩০), জহিরা (২৫), শাহিদা (২৩), টুলু (২২) এরাও দৃষ্টি প্রতিবন্ধি। এদের মধ্যে শহিদুল ইসলামের ২ ছেলে ভালোভাবে জন্ম গ্রহণ করেছে, আমেনারও ১ ছেলে দৃষ্টি প্রতিবন্ধি হয় নি।
পক্ষান্তরে জহিরার ২ মেয়ে ১ ছেলে দৃষ্টি প্রতিবন্ধি জন্ম গ্রহণ করেন। এরা হলো মিম (০৪), রুমি (০৩), জিম (০২)। তার বোন শাহিদা (২৫) এর ১ ছেলে ও ১ মেয়েও দৃষ্টি প্রতিবন্ধি। তারা হলেন শ্যামলী (০৫), শরীফ (০২), তার ছোট ভাই টুলু (২২) সেও দৃষ্টি প্রতিবন্ধি। তার মেয়ে জান্নাতি (৮) সেও দৃষ্টি প্রতিবন্ধি। তার বড় বোন মোমিনা ১ ছেলে ও ১ মেয়ে তারাও প্রতিবন্ধি। তারা হলেন রাজিতা (৮), মানিক (১০)।
একই পরিবারের ১৪ জন সদস্য দৃষ্টি প্রতিবন্ধি হওয়ায় তারা মানবেতর জীবন-যাপন করছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান এস.এম রূপম বলেন, এদের চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল। চোখের দৃষ্টিতো ফিরে না পাওয়ার বদলে অবস্থার আরও অবনতি হয়েছে। এদের মধ্যে ২ জনকে প্রতিবন্ধি ভাতা প্রদান করা হয়েছে। আরও ১জন কে ভাতার কার্ড পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় সংসদ সদস্য রেজাউল করিম বাবলু বলেন, ঘটনাটি হৃদয় বিদারক। আমি যথাসম্ভব তাদেরকে সাহায্য করেছি। ভবিষ্যতে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে তাদের সু-চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এ ব্যাপারে তিনি সমাজে বিত্তবান এনজিও প্রতিনিধি ও বিভিন্ন দাতা সংস্থাদেরকে সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মেজবাহুল আলম, সাধারন সম্পাদক আপেল মাহমুদ মেহেদী, যুব নেতা মাহবুব মোরশেদ হিরা, আওয়ামীলীগ নেতা জিহাদ সরদার, ইউপি সদস্য মজনু সরকার, আব্দুল জলিল, বিউটি বেগম।