নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ফেন্সিডিল ও মদ উদ্ধার

নওগাঁর পত্নীতলা বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল ও মদ উদ্ধার করা হয়েছে।
পত্নীতলা ১৪ বিজিবি ক্যাম্প সূত্র জানায়, অদ্য ১১ আগস্ট রোববার ভোরে বিএসবি সদস্যের সংবাদের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ শিমুলতলী বিওপি'র টহল কমান্ডার হাবিঃ মোঃ এনায়েত হোসেন এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৫৮ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামচন্দ্রপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ০৫ বোতল মদ মালিকবিহীন অবস্থায় উদ্ধার করতে সম হয়। সিজার মূল্য ১৭হাজার পাঁচশ টাকা।
অপরদিকে, ১১ আগস্ট শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শীতলমাঠ বিওপি'র টহল কমান্ডার নাঃ সুবেঃ মোঃ সোলায়মান হোসেন এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৫৬/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমড়াইল নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করতে সম হয়।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ হাসান, পিবিজিএম, জি+ জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্র্বমোট সিজার মূল্য ৩৭,৫০০/- টাকা। তিনি আরো জানান, প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়ন সিজার স্টোওে মাদকদ্রব্য জমা রেখে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হইবে।