প্রকাশিত : ১১ আগস্ট, ২০১৯ ১৯:৩৩

সৈয়দপুরে জাতির জনকের ভাস্কর্য নির্মাণের কাজের উদ্বোধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
সৈয়দপুরে জাতির জনকের ভাস্কর্য নির্মাণের কাজের উদ্বোধন

নীলফামারীর সৈয়দপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ কাজ শুরু হয়েছে। আগামী ২০২০ সালের ১৭ মার্চ জাতির জনকের জন্ম শতবর্ষকে সামনে রেখে এই প্রথম বারের মতো সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। গত শনিবার (১০ আগষ্ট) রাতে শহরের বঙ্গবন্ধু সড়ক দ্বীপে এ ভাস্কর্য নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। এ সময় সৈয়দপুর উপজেলা  নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও  উপজেলা  সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার,  সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র পরিবহন শ্রমিক নেতা মো. আখতার হোসেন বাদল, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত  মো. রফিকুল ইসলাম বাবু, সিনিয়র সহ-সভাপতি মো. ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জোবায়দুর ইসলাম শাহীন, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মো. রাশেদুজ্জামান রাশেদ, সরকার মো. কবির উদ্দিন ইউনুছ, মৎস্যজীবী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মো. জুয়েল সরকার, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সৈয়দপুর পৌর সভাপতি মহসিন মন্ডল মিঠুসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতৃকর্মী এবং শহরের আপামর সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে গত ৯ আগষ্ট সকালে জাতির জনকের ভাস্কর্য নির্মাণের জন্য সৈয়দপুর  শহরের বঙ্গবন্ধু সড়ক দ্বীপে স্থান নির্ধারণ করা হয়। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. গোলাম কিবরিয়া ভাস্কর্য নির্মাণের স্থান নির্ধারণ করেন। এ সময় সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারসহ আওয়ামী লীগে ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবন্দৃ উপস্থিত ছিলেন।এদিকে,স্বাধীনতার দীর্ঘ সময় পর সৈয়দপুর শহরে কেন্দ্রস্থলে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ গ্রহন করায় উপজেলা প্রশাসনকে শহরের সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন।

উপরে