কাহালু সরকারি ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব আব্দুর রাজ্জাক এর নামাজে জানাযা সম্পন্ন

মঙ্গলবার বাদ আসর বগুড়ার কাহালু সরকারি ডিগ্রী কলেজ মাঠে অত্র কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব আব্দুর রাজ্জাক (৬১) এর নামাজে জানাযা সম্পন্ন। উক্ত নামাজে জানাযায় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ), উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ (লালু), কাহালু সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল ওয়াহাব সরদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কাহালু ইউসিসিএলিঃ এর চেয়ারম্যান কামাল উদ্দিন কবিরাজ, উপজেলা বিএনপির আহবায়ক কাজী আব্দুর রশিদ, সদস্য সচিব অধ্যক্ষ রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও কাহালু মডেল প্রেসকাবের কার্যনিবাহী সদস্য সরদার এ কে এম রেজাউল হক, সিনিয়র সাংবাদিক ও কাহালু মডেল প্রেসকাবের কার্যনিবাহী সদস্য প্রভাষক হাবিবুর রহমান (হাবিব), কাহালু মডেল প্রেসকাবের সভাপতি ইউনুস আলী টনি, সহ-সভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক এম এ মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, কাহালু উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল আলম (আতিক), উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সাজেদুল ইসলাম (খোকন) সহ অত্র কলেজের শিক্ষকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আসা ধর্মপ্রাণ শত শত মুসল্লীবৃন্দ।
নামাজে জানাযা শেষে পারিবারিক কবরাস্থনে তাকে দাফন করা হয়। উল্লেখ্য যে, শুক্রবারে সে হৃদরোগে আক্রান্ত হলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার সময় সে মারা যান।