বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় গার্মেন্টস কর্মী নিহত

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। তাঁর নাম মো. আমিনুল ইসলাম (২৫)। তিনি সারিয়াকান্দি উপজেলার বেড়েরবাড়ি গ্রামের মো. শাহ্ আলীর ছেলে। এ ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন (২২) ও স্ত্রী শান্তনা বেগমও (১৮) গুরুতর আহত হয়েছেন। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈদের আগের দিন গত রোববার (১১অগস্ট) সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর শহরের ধুনটমোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রুম্মান এই তথ্য নিশ্চিত করে জানান, নিহত ও আহতরা ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। পরিবারের সঙ্গে ঈদ করতে ঢাকা থেকে বাসে রওনা হন। ঘটনার দিন সকালের দিকে শেরপুরের ধুনট মোড়ে নামেন। একপর্যায়ে সারিয়াকান্দি উপজেলাস্থ গ্রামের বাড়ি যাওয়ার জন্য অটোরিকশায় উঠতে ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যাওয়ার সময় বগুড়াগামী একটি বাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বড় ভাই আমিনুল ইসলাম মারা যান। আর গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ছোট ভাই আনোয়ার হোসেন ও তার স্ত্রী শান্তনা বেগমকে উদ্ধার করে বগুড়ায় শজিমেক হাসপাতালে ভর্তি করে দেন। বর্তমানে তারা ভালো আছেন। এ ঘটনায় থানায় একটি মামলা নেয়া হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।