বগুড়া ১৭ নং ওয়ার্ডের উদ্যোগে দিন ব্যাপী মাশক নিধন কর্মসূচীর উদ্বোধন
বুধবার সকালে বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের উদ্যোগে দিন ব্যাপী মাশক নিধন কর্মসূচীর উদ্বোধন করেন মাটিডালী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহবুব হামিদ তারা ও কাউন্সিলর মেজবাহুল হামিদ মেজবা।এ সময় উপস্থিত ছিলেন, মাটিডালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মিয়া, স্বর্ণশিল্পী সংগঠনের দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম, সমাজসেবক আবু জাহিদ নাহিদ, নিপু,আব্দুল আলিম,রনি,রাসেদ,শাহিন হোসেন,মনি,আব্দুস সালাম,ইকরাম, খোকন সহ প্রমুখ।