বগুড়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালিত

বগুড়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে জিলা স্কুল মাঠে বঙ্গবন্ধুর স্মৃতিতে পুস্পমাল্য অর্পন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেন, জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ সহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধুর জীবন আদর্শ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও সুধী সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। পরে জেলা আওয়ামী লীগ এবং জেলা প্রশাসন এর উদ্যোগে এক শোক র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও শিশুদের চিত্রাঅংকন প্রতিযোগীতা, কবিতা আবৃতি, মসজিদ, মন্দিরে বিশেষ দোয়া এবং প্রার্থনার আয়োজন করা হয়।