রাজীবপুরে বিনম্র শ্রদ্ধায় শোক দিবস উদযাপন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে রাজীবপুর উপজেলায় ।শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ এর উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
উপজেলা আ'লীগের উদ্যোগে বিনম্র শ্রদ্ধায় অবনত মস্তকে স্মরণ করা হয়েছে ১৫ আগস্টের কালরাতে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু ও তার পরিবারকে।
সকালে আ'লীগের দলীয় কার্যালয়ে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা ও ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাতের মধ্য দিয়ে মধ্য দিয়ে শুরু হয় শোক দিবসের কর্মসূচি।পরে একটি শোক মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
শোক দিবস উপলক্ষে উপজেলা আ'লীগ সাধারণ সম্পাদক শফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আ'লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা করেন।শোক সভায় সম্প্রতি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান রতন ও আশরাফুল ইসলাম বাবু'র উপর হামলার জন্য তিব্র নিন্দা জানায় আ'লীগ সাধারণ সম্পাদক শফিউল আলম।