কাহালুতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদত বার্ষিকী পালিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে এক শোক পদযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোক পদযাত্রায় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ), উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আখেরুর রহমান, উপজলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজিবর রহমান, মোজাম্মেল হক, বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী সরদার, কাহালু সরকারি ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্য আব্দুল ওয়াহাব সরদার, কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম হাফিজুর রহমান, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্য মিল্লাত হোসেন, কাহালু টেকনিক্যাল এন্ড কর্মাস কলেজের অধ্য হারুনুর রশিদ, কাহালু বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাইসুল ইসলাম, কাহালু মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক আলহাজ্ব এফ এম এ ছালাম, কাহালু মডেল প্রেসকাবের সভাপতি ইউনুস আলী টনি, সাধারণ সম্পাদক এম এ মতিন, কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন, কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম সামছুল আলম, ইসলামিক ফাউন্ডেশন কাহালু উপজেলার ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ আব্দুলাহ আল মাহমুদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
শোক পদযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পরে দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অপরদিকে ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে কাহালু রিসোর্স কেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও ইসলামিক ফাউন্ডেনের আওতায় কাহালু উপজেলার সকল প্রাক-প্রাথমিক, সহজ কোরআন শিক্ষা ও বয়স্ক শিক্ষা কেন্দ্রে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।