পঞ্চগড়ে জাতির পিতার ৪৪তম শাহাদত বার্ষিকী পালিত

পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহষ্পতিবার সকালে সার্কিট হাউজ চত্ত্বরের বঙ্গবন্ধু ম্যুরাল এবং মানচিত্র ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর বিশেষ মোনাজাত শেষে একটি শোকর্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসনের আয়োজনে শোক র্যালিতে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাটসহ বিচার বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। পরে স্থানীয় সরকারি অডিটোরিয়ামে মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া দিবসটি পালনে দিনভর নানা কর্মসূচির মধ্যে মিলাদ মাহফিল, শিশুদের কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয়প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত, এতিম ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।