বগুড়ার সারিয়াকান্দিতে ৩টি বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও

বগুড়ার সারিয়াকান্দিতে আইন অমান্যকরে বাল্যবিবাহ দেয়ার সময় তিন বর কনে কে আটক করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় তিনটি বাল্যবিবাহ বন্ধ করে দেয়াহয়।
১৪ই আগষ্ট বুধবার সন্ধ্যায় নিজ দপ্তরে এই অর্থদন্ড দেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরিফ আহমেদ। জানা যায়, ওইদিন সন্ধ্যায় সারিয়াকান্দি থানা পুলিশের সহযোগীতায় উপজেলার বেশ কয়েকটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহমেদ। এসময় তিনজোরা বর কনে কে আটক করাহয়।
পরে তিনি বাল্যবিবাহ প্রতিরোধ আইন অনুযায়ী তাদে ২৫ হাজার টাকা অর্থদন্ড দেন। যথাক্রমে দন্ডিতরা হলেন- কাজলা ইউনিয়নের কুড়িপারা গ্রামের বসিন্দা আক্তারুল ইসলামের ছেলে রাসেল মিয়া ২০ কে ১০ হাজার টাকা, সদর ইউনিয়নের অন্তারপাড়া গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে বিথি বেগম কে ৫ হাজার। নিজবোলাইল দক্ষিন পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রেজাউল করিম কে ১০ হাজার টাকা জরিমানা করাহয়।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরিফ আহমেদ প্রতিবেদক শিবলী সরকারকে বলেন- আসলে বাল্যবিয়ের কুফল সম্পর্কে আমাদেও সকলের ধারনা আছে। সরকার নারীদের সুরক্ষা সহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে বাল্যবিবাহ প্রতিরোধ আইন প্রনয়ন করেছেন। সেই আইনের প্রতি আমাদের সকলের শ্রদ্ধাশীল হতেহবে। সবাইকে একযোগে এই সামাজিক ব্যাধী মেকাবেলার জন্য স্বচেতন হতেহবে এবং এগিয়ে আসতে হবে। যাতেকরে কেহ জেনে বুঝে এই ধরনের অন্যায় না করতে পারে।