জয়পুরহাটে জাতীয় শোক দিবসে দু:স্থদের দেওয়া হলো বিনা মূল্যে চিকিৎসা সেবা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে দুই শতাধিক গরীব ও দুস্থ রোগীদের দেওয়া হয়েছে বিনা মূল্যে চিকিৎসা সেবা।আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট শহরের খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করেন বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স পরিষদ (বিটিইপি) জয়পুরহাট জেলা শাখা।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন উপলক্ষে এক আলোচনা সভায় সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো: রায়হান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ অ্যাড. সামছুল আলম দুদু। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম সোলায়মান আলী ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন হিমু। সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার তাইজুল ইসলাম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হাসনাতের যৌথ সঞ্চালনায় এ সময় অন্যানদের মাঝে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এরশাদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আহসান হাবীব সৈকত।মেডিক্যাল ক্যাম্পেইনে চিকিৎসা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডা: এনামুল হক, ডা: রিমন, ডা: মাশরুবা ও চক্ষু বিশেষজ্ঞ ডা: সতেন্দ্রনাথ দত্ত।