প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৯ ১৭:৩৯

পোরশায় জাতীয় শোক দিবস উদযাপন

পোরশা (নওগাঁ) প্রতিনিধি
পোরশায় জাতীয় শোক দিবস উদযাপন

নওগাঁর পোরশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার শোক র‌্যালি ও র‌্যালি শেষে মুক্তিযোদ্ধা ভবনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) সোহরাব হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান কাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহেমান, মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী প্রমুখ।

উপরে