বগুড়ার শেরপুরে বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস উদযাপন
বগুড়ার শেরপুর উপজেলায় বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৫আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপি নানা কর্মসূচির আয়োজন করেন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচির সূচনার পাশাপাশি কালোব্যাচ ধারণ করা হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমানের নেতৃত্বে একটি শোক পদযাত্রা বের করা হয়।
পদযাত্রাটি শহরের স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে শহরের টাউন কাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুর থানার ওসি মো. হুমায়ুন কবীর, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. মো. রায়হান, খাদ্য নিয়ন্ত্রক মো. হারুন-উর-রশিদ, অধ্যক্ষ নুরুল ইসলাম, শিক্ষক আব্দুল মতীন, যুবলীগ নেতা মোস্তাফিজার রহমান ভুট্টো প্রমুখ বক্তব্য রাখেন। পরে দিবসটিকে ঘিরে অনুষ্ঠিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া ওই অনুষ্ঠানে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকার যুবক-যুবতীদের মাঝে যুব ঋণ বিতরণ করা হয়। এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শহরের স্থানীয় বাসষ্ট্যান্ডস্থ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতারা। এরপর সেখানে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।