সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজে জাতীয় শোক দিবস পালিত

বগুড়ার শাজাহানপুরের সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম শফিকুত তারিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। উপাধ্যক্ষ মাহমুদুর রহমান গোলাপের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক আওরঙ্গজেব, রবিউল করিম, প্রভাষক রুহুল আমীন তোহা, শরীফুল ইসলাম, আব্দুল ওয়াহিদ, আব্দুল হান্নান, আনোয়ার হোসেন খলিল প্রমুখ।