শিবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত বার্ষিকী পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সকালে জাতির জনক এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপূর্ণ শেষে এক শোক র্যালী উপজেলা সদর প্রদক্ষিন করে। র্যালী শেষে পরিষদ অডিটোরিয়ামে এক শোক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শাহাজাদা চৌধুরী, আব্দুল বারী প্রমুখ।
অপর দিকে দূপূরে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এক শোক র্যালী উপজেলা সদর প্রদক্ষিণ শেষে সাব রেজিষ্ট্রী অফিস চত্বরে এক শোক সভা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত শোক সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, আওয়ামীলীগ নেতা মাস্টার হাবিবুল আলম, আলহাজ্ব আমিনুল হক দুদু, এমদাদুল হক, আব্দুল মান্নান, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, যুবলীগ নেতা খ.ম শামীম আব্দুস ছাত্তার, ছাত্রলীগ নেতা মাসুম পারভেজ মুকুল সহ ১২টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। পরে জাতির জনকের রুহের মাগফেরাত কামনা করে দোয়া খায়ের অনুষ্ঠিত হয়।
এদিকে আলাদিপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার রচনা প্রতিযোগিতা ও রুহের মাহফেরাত কামনা শেষে এক শোক সভা অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শিক্ষক উম্মে মারিয়া, রফিকুল ইসলাম, সুলতান মাহমুদ, শাহ জালাল, তোফাজ্জল হোসেন প্রমুখ। অপরদিকে কিচক দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতা শেষে অত্র কমিটির সভাপতি মোঃ মুনজুরুল আলমের সভাপতিতে শোক সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ শাহারুল ইসলাম সফিক, শিক্ষক উজ্জল কুমার মোদক, আমিনুর রহমান, হাফিজার রহমান প্রমুখ। পরে তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া খায়ের অনুষ্ঠিত হয়। এদিকে পাতাইর ধূলাঝাড়া এ.ইউ. দ্বিমুখী দাখিল মাদ্রাসায় বিভিন্ন কর্মসূচি পালন শেষে অত্র মাদ্রাসার সভাপতি বেলায়েত হোসেন দোজা ফকিরের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন সুপার আঃ মমিন, শিক্ষক মাওঃ শাহাদত হোসেন, মশিউর রহমান (বিএসসি) আবু বক্কোর সিদ্দিক, আনোয়ার, আঃ মোত্তালেব, আমজাদ, ওহেদুল, মেফতাউল জান্নাতি, হোমায়রা প্রমুুখ। পরে মিলাদ মাহফিল ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়।
অপরদিকে দাঁড়িদহ আমিনিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসায় বিভিন্ন কর্মসূচি শেষে শোক সভা ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়েছে। অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ তরিকুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদ্রাসা সভাপতি আলহাজ্ব ইয়াকুব আলী, প্রভাষক মাহমুদুর রশীদ,আঃ আজিজ, হামিদ, শরিফুল আলম, আঃ মজিদ, এনামুল, আঃ কাফি, রনি প্রমুখ। পরে রুহের মাগফেরাত কামনা করে দোয়া খায়ের অনুষ্ঠিত হয়।
এদিকে দাঁড়িদহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালন শেষ শোক সভা প্রধান শিক্ষক মোঃ শামছুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সভাপতি ও আওয়ামীলীগ নেতা মোঃ আবু জাফর মন্ডল, শিক্ষক মিঃ বিমল চন্দ্র, সরকার, এবিএম বেলায়েত হোসেন, শাহাদতজ্জামান, আব্দুস ছাত্তার, মোস্তাফিজার রহমান, শহিদুল ইসলাম, মিসেস নাহার আকতার, সাকাওয়াত হোসেন প্রমুখ। পরে রুহের মাগফেরাত কামনা করে দেশ ও জাতির জন্য দোয়া করা হয়। এদিকে দাঁড়িদহ বালিকা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নানা কর্মসূচি পালন শেষে শোক সভা প্রধান শিক্ষক বিমল কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক লুৎফুল হায়দার, ছানাউল্লাহ, রাজিব সরকার, মেজবাহুল কবির, মাহমুদা খাতুন , রেবেকা সুলতানা প্রমুখ। পরে জাতির জনকের রুহের মাগফেরাত কামনা করে দেশ ও জাতির জন্য দোয়া করা হয়।