বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ’র নানা আয়োজন

বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউট ও বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজ এর যৌথ আয়োজনে বৃহস্পতিবার নানা আয়োজনের মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষে বিষয় ভিত্তিক আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতায় অংশ নেয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। পুরস্কার বিতরনের পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে অংশ নেয় বীর মুক্তিযোদ্ধা সুফল হরো। মূখ্য আলোচকের বক্তব্যে, নয় মাস যুদ্ধকালীন সময় ঘাত-প্রতিঘাত, লড়াই-সংগ্রাম, দৈন্য পরিস্থিতি বিষদ বর্ণনা করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন। তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী শ্রদ্ধাভরে স্মরণ করছি। যে মহান ব্যক্তিত্বের জন্ম না হলে আমরা লাল-সবুজের বাংলাদেশ নামক স্বাধীন ভূ-খন্ড পেতাম না। তিনি ছিলেন একজন সফল মহানায়ক। ১৫ই আগস্টে তাকে হত্যা করা মানে বাংলাদেশকে হত্যা করা, বাঙালি জাতিকে হত্যা করা। তাকে হত্যার মধ্যদিয়ে ইতিহাসে এক কালো কালিমার অধ্যায়ের সূচনা হয়েছিল। আমাদের ভবিষ্যত প্রজন্মের মাঝে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। বঙ্গবন্ধুর বাঙালি জাতি ও বাংলা ভাষার প্রতি ছিল অম্লান ভালবাসা।
বগুড়া ওয়াইএমসিএ এর সহ-সভাপতি ডাঃ রিটা মন্ডলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দশম শ্রেণীর ছাত্র-ছাত্রী এসএম তারিকুল ইসলাম রাতুল, তাবাসসুম নাহার দিয়া, পর্যবেক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা কাজী নাজনীন জাহান, শিক্ষা প্রতিষ্ঠানের উপদেষ্টা বগুড়া জেলা শিক্ষা অফিসার (অবঃ) গোপাল চন্দ্র সরকার, সংস্থার সহ-সভাপতি জর্জেট বুলবুল ব্যাপারী সহ প্রমূখ। শিক্ষা প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ আশের মাইকেল বেসরার উপস্থাপনায় দোয়া মাহফিল পরিচালনা করেন সহকারি শিক্ষক আবু হাসান সিদ্দিকী।