গোবিন্দগঞ্জে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্তর থেকে একটি বিশাল শোক র্যালী শহর প্রদক্ষিন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন,কালো ব্যাচ ধারন শেষে বিডি হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী ।এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জননেতা আব্দুল লতিফ প্রধান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পৌর মেয়র আতাউর রহমান সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূর্মি) নাজির হোসেন,থানার অফিসার ইনচার্জ একে এম মেহেদী হাসান,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু,উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম,গোবিন্দগঞ্জ সরকারী কলেজের (ভারপ্রাপ্ত)অধ্যক্ষ বসির আহম্মেদ,মহিলা (ডিগ্রী) কলেজের অধ্যক্ষ আহসান হাবিব প্রিন্স,উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শফিউল আলম মন্ডল,উপজেলা আনসার ভিডিপি অফিসার আশাদুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ র ম শরিফুল ইসলাম জর্জ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কোচাশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক গাইবান্ধা জেলা পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান খন্দকার জাহাঙ্গীর আলম,গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু।উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অধ্যাপক ফিরোজ খানুনের সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক পৌর কাউন্সিলর মাসুদ রানা বাপ্পী,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু, পৌর যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর মিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।