রাণীনগরে আতাইকুলা উচ্চ বিদ্যালয়ে ঈদপূর্ণমিলনী অনুষ্ঠিত
নওগাঁর রাণীনগরে আতাইকুলা জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ঈদপুর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এবারই প্রথম আনন্দঘন উৎসবমুখর পরিবেশে ঈদপুর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আতাইকুলা জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র বগুড়া জেলার পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, ঈদ পূর্ণমিলনী উদ্যাপন কমিটির সভাপতি প্রাক্তন ছাত্র রফিকুল আলম বাবু, সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম সাইফুল ইসলাম, সদস্য বেলজিয়াম আহম্মেদ, প্রাক্তন শিক ময়েজ উদ্দিন সরদার, রমেশ পাল প্রমূখ। প্রাক্তনদের বিদ্যালয় জীবনের মজার স্মৃতিচারণ কথাগুলো শুনে সবাই যেমন প্রাণখুলে হেসেছেন তেমনি হারিয়ে যাওয়া প্রিয় শিক ও বন্ধুবান্ধবদের কথা মনে করে অনেকে নিরবে চোখের পানি ফেলেছেন। অনেকদিন পর শৈশবের সেই প্রিয় সহপাঠীদের কাছে পেয়ে অনেকে আবেগাপল্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয়। এসময় বিদ্যালয়ের যে সকল শিক্ষক, কর্মচারী ও শিার্থীগণ মৃত্যুবরণ করেন তাদের স্মরনে অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচি শুরুর আগে এক মিনিট নিরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়। পুনর্মিলনীর দ্বিতীয় পর্বে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন, বিদ্যালয়ের প্রাক্তন শিার্থীসহ বিভিন্ন শিল্পীবৃন্দ।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি