রাণীনগরে নিখোঁজের দুই দিন পর লাশ উদ্ধার

নওগাঁর রাণীনগরে নিখোঁজের দুই দিন পর খাল থেকে সাইফুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়ার পৌতাপাড়া মুক্তিযোদ্ধা সেতুর পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাইফুল ইসলাম উপজেলার পৌতাপাড়া গ্রামের মৃত এলাহী আকন্দের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম গত মঙ্গলবার বিকেলে স্থানীয় বাজারে ওষুধ কিনার জন্য বাড়ী থেকে বের হয়। রাতে বাড়ীতে ফিরে না আসায় বাড়ীর লোকজন অনেক খোঁজাখুজি করে কোথাও তার সন্ধান পায়নি। হঠাৎ করেই খালের পারে তার স্যান্ডেল পরে থাকতে দেখে খালের পানিতে খুঁজতে থাকে। এক পর্যায়ে পানির মধ্যে তার লাশের সন্ধান পায়। খবর পেয়ে রাণীনগর থানাপুলিশ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এব্যাপারে লাশ উদ্ধারকারী কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম বলেন, তার পরিবারের লোকজনের কাছ থেকে যতটুকু শুণেছি সাইফুল আগে থেকে মৃগী রোগে আক্রান্ত ছিল। সেই রোগের কারণেই হয়তো পানিতে পরে মারা গেছে। এঘটনায় রাণীনগর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।