নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে কিশোরের মৃত্যু

বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়ে নুরুন্নবী(১১)নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার রাজীবপুর উপজেলার আজগর দেওয়ানী পাড়া গ্রামের সোনাভরি নদীতে এই ঘটনা ঘটে।
নিহত নুরুন্নবী'র পিতার নাম আশরাফুল ইসলাম। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে পড়াশুনা করত। তার বাবা প্রবাসী ঈদে মায়ের সাথে রাজীবপুর উপজেলার আজগর দেওয়ানী পাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল সে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর দেড় টার দিকে কয়েকজন বন্ধুদের সাথে নদীত জাল দিয়ে মাছ ধরতে যায় নুরুন্নবী।জাল ফেলার সময় জালের সাথে সে নদীতে ডুবে যায়।খবর পেয়ে স্বজন ও স্থানীয়'রা দীর্ঘক্ষণ নদীতে খোঁজা খুঁজি করার পর দুপুর আড়াই টার দিকে তাকে খুঁজে পায়।উদ্ধারের পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.দেলোয়ার হোসেন বলেন,শিশুটি প্রায় ঘন্টা খানেক পানিতে ডুবে ছিল।হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।