বগুড়া জেলা যুবলীগ সভাপতি লিটন এর ব্যক্তিগত কার্যালয়ে হামলার ঘটনায় নিন্দা

বগুড়া জেলা যুবলীগের সভাপতি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন এর ব্যক্তিগত কার্যালয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।
এক বিবৃতিতে তিনি বলেন, গত ১৪ আগষ্ট দিবাগত রাতে শহরের নবাববাড়ী সড়ক সংলগ্ন করতোয়া নদীর পাশ্বে অবস্থিত সভাপতির ব্যক্তিগত কার্যালয়ে হামলার প্রকৃত ঘটনা উদঘাটন পূর্বক দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে।
অনুরুপ বিবৃতি দিয়েছেন শহর যুবলীগের সভাপতি মাহফুজুল আলম জয়, সাধারণ সম্পাদক উদয় কুমার বর্মন, বগুড়া সদর উপজেলা যুবলীগের সভাপতি অধ্য সহিদুল ইসলাম দুলু, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইফতারুল ইসলাম মামুন।