বগুড়া সদর যুবলীগনেতা শামীমকে র্যাব কর্তৃক গ্রেফতার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তদন্ত দাবী

বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি নাজমুল হাসান শামীমের নি:শর্ত মুক্তি দাবী করে বিবৃতি দিয়েছেন জেলা ও উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রকাশ্য দিবালোকে সদর উপজেলার জয়বাংলা কোরবানীর পশুর হাট থেকে গ্রেফতার করে পরদিন অস্ত্র উদ্ধার দেখিয়ে মামলা দিয়ে তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
ইতিপূর্বেও শুধুমাত্র র্যাব-১২ তাকে একই কায়দায় গ্রেফতার করে, একাধিকবার গ্রেফতার ঘটনায় দলীয় নেতাকর্মীসহ বগুড়াবাসী হতবাক হয়েছে। যুবনেতা শামীমের বাড়ী ঘটনাস্থল থেকে অনেক দূরে। ঐ হাটে সে তার পরিবারের সদস্যদের সাথে গিয়েছিল কোরবানীর পশু ক্রয় করার জন্য, সেখানে অস্ত্র রাখা অবিশ্বাস এবং হাস্যকর বটে। এছাড়া এ ঘটনার পর র্যাব-১২ বগুড়া ক্যাম্পের প্রেস রিলিজে শামীমের বিরুদ্ধে শিশু অপহরন মামলা সহ যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়।
তাই এঘটনায় র্যাব এর উচ্চ পর্যায় এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুষ্ঠ তদন্ত দাবী করে বিবৃতি দিয়েছেন বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, বগুড়া সদর উপজেলা যুবলীগের সভাপতি অধ্য সহিদুল ইসলাম দুলু, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইফতারুল ইসলাম মামুন।