বগুড়ার শেরপুরে আরডিএফের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে বেসরকারি সংস্থা পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের (আরডিএফ) বার্ষিক সাধারণ সভা আজ শনিবার (১৭আগস্ট) শহরের হামছায়াপুরস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের চেয়ারম্যান আব্দুল মান্নানের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক এসএম আবু সাঈদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আরডিএফের ভাইস চেয়ারম্যান মোছা. পিয়ারা রহমান, অর্থ সচিব আতাব্বর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক আইয়ুব আলী, কার্যনির্বাহী সদস্য মোকছেদুল কামাল বাবু, নাজমা বেগম, তরিকুল ইসলাম, শাহ জামাল কামাল, খালেদ মাসুম বুলেট, আব্দুস সালাম ও ইব্রাহিম হোসেন।
এছাড়া অন্যদের মধ্যে দৈনিক ইত্তেফাকের স্থানীয় প্রতিনিধি আব্দুল মান্নান, প্রকল্প পরিচালক আলমঙ্গীর হোসেন, শাখা ব্যবস্থাপক তছির উদ্দিন সৈকত, মাহমুদুল হাসান, মাঠকর্মী শামিম রেজা সাগর, ফরহাদ হোসেন, ইসমাইল হোসেন, চাঁন মিয়া, হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। সভার শুরুতেই সংগঠনের বার্ষিক প্রতিবেদন ও আয়-ব্যয়ের প্রতিবেদন তুলে ধরেন সংগঠনের নির্বাহী পরিচালক এসএম আবু সাঈদ। পরে সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করা হয়। এরপর আগামি অর্থবছরের পরিকল্পনা পাঠ অন্তে আলোচনা-পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হয়।