বগুড়া ওয়াইএমসিএ নির্বাহী পরিচালকের বঙ্গবন্ধুর মাজারে পুস্পস্তবক অর্পন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গোপলগঞ্জের টুঙ্গিপাড়া মাজারে আজ শনিবার শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ ও পুস্পস্তবক অর্পন করেন বগুড়া ইয়াং মেনস খ্রীষ্টিয়ান এসোসিয়েশন (ওয়াইএমসিএ) এর নির্বাহী পরিচালক রবার্ট রবিন মারান্ডি । পুস্পস্তবক অর্পন শেষে তিনি তাঁর আত্মার শান্তি কামনার জন্য প্রার্থনা করেন। প্রার্থনা শেষে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন মানবদরদী ও বাঙালি জাতির জন্য আশির্বাদ। এ বাঙালি জাতি আজ স্বাধীন ভূ-খন্ড, স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পেয়ে বিশ্বের নিকট পরিচয় দিতে সক্ষম হয়েছে এ মহান নেতার বদৌলতে। বাঙালি জাতির প্রতি ছিল তাঁর অম্লান ও অকৃত্রিম ভালবাসা। এ জাতির প্রতি অগাধ বিশ্বাসের সুযোগ নিয়েছিল একদল বিপথগামী মানুষ।
বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করা হলেও কোন বাঙালির হৃদয় হতে তাঁকে নিশ্চিহ্ন করতে পারেনি। ফলশ্রুতিতে গোটা জাতি আজ তাঁর বিভিন্ন দিবসগুলোকে যথাযথ ও ভাবগাম্ভির্য মর্যাদায় উদযাপন করে থাকে। বাঙালির জাতিসত্তা ও বাঙালি-আনা সকল কিছুর জনকই হচ্ছে এ মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আরো বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শনকে অনুসরন, অনুকরন করে এ জাতি সমৃদ্ধশালী জাতি হিসেবে বিশ্বের নিকট সমাদৃত হয়েছে। তাঁর আদর্শ ও নীতিবোধ বিশ্বের নিকট রোল মডেল। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করার মধ্যদিয়ে বাঙালি জাতিকে স্বয়ংসম্পূর্ণ করতে সক্ষম হয়েছে। বর্তমানে এ জাতির বিশ্বের নিকট মাথা উঁচু করে দাঁড়াবার সময় এসেছে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া ওয়াইএমসিএ এর সহকারি সাধারন সম্পাদক হিউবার্ড রিমন মারান্ডি, সংস্থার কার্যনির্বাহী পরিষদের পরিচালক অলি সরদার, বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী ভিভিয়ান রিওন মারান্ডি, মিসেস রেজিনা মারান্ডি সহ প্রমূখ।