বিরামপুরে মশক নিধন অভিযান শুরু
বিরামপুর পৌরসভার উদ্যোগে রবিবার থেকে ব্যাপক আকারে মশক নিধন অভিযান শুরু করা হয়েছে।
সকালে পৌর ভবনের সামনে মশক নিধন অভিযানের উদ্বোধন, লিফলেট ও কয়েল বিতরণ শুরু করেন, দিনাজপুর-৬ আসনের এম,পি শিবলী সাদিক। এসময় এম,পি শিবলী সাদিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা মশক নিধন অভিযানে নেমেছি। দিনাজপুর-৬ এলাকার ৪টি উপজেলাবাসীকে এডিস মশার কবল থেকে রক্ষার প্রত্যয়ে কাজ করছি। তার সাথে ছিলেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান ও পৌর কাউন্সিলরবৃন্দ। এসময় অতিথিবৃন্দ রাস্তায় দাঁড়িয়ে শহরবাসীর নিকট লিফলেট ও মশা মারার কয়েল বিতরণ করেন।
পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল জানান, রবিবার পৌর এলাকার ৯টি ওয়ার্ডে মশক নিধন অভিযান শুরু করা হয়েছে। পৌর এলাকার ঝোপঝাড় পরিস্কার, মশক নিধন কীটনাশক স্প্রে ও লিফলেট বিতরণ করা হচ্ছে। সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরগণ মশক নিধন অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। তিনি আরো বলেন, পৌরবাসীকে এডিস মশার আক্রমণ থেকে রক্ষা ও নাগরিক সেবা প্রদানের জন্য আমরা সদা তৎপর রয়েছি।