কুমিল্লায় বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
কুমিল্লার লালমাইতে যাত্রীবাহী বাসের চাপায় একটি সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন কিশোরও রয়েছে।
আজ রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার বাগমারার গামতলি বাজারে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে থাকা একজন প্রত্যক্ষদর্শী বলেন, ঢাকা থেকে লাকসামগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি মাইক্রোবাসকে অতিক্রম করছিল। এ সময় সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং সিএনজির ভেতরে থাকা পাঁচ যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে দুই নারী ও এক কিশোর রয়েছে। অপর তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজিটি উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে হতাহতরা একই পরিবারের সদস্য। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।

অনলাইন ডেস্ক