নন্দীগ্রামে তিনটি কালভার্ট ভেঙে দ্ইু ইউনিয়নবাসীর দূর্ভোগ চরমে

বগুড়ার নন্দীগ্রামে তিনটি কালভার্ট ভেঙে দুই ইউনিয়নবাসী চলাচলে চরম দূর্ভোগে পড়েছে। কালভার্ট ভেঙে যাওয়ায় ট্রাকসহ বড় যানবাহনগুলো অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে যেতে হয় এতে সময় ও খরচ দুটোয় বেশি লাগে। যাত্রীবাহী পরিবহন চলাচল করতে না পারায় শিক্ষার্থীরা সময়মতো কাসে যেতে পারছে না।
জানাগেছে, বুড়ইল ইউনিয়নের কহুলি-কুন্দারহাট সংযোগ সড়কের বেলগাড়ীতে ও ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই-মাটিহাস সংযোগ সড়কের টিনপট্রি ও চককড়ই এলাকায় কালভার্ট ভেঙে পড়েছে। এত ওইসব এলাকার মানুষের ভোগান্তি চরম আকার ধারন করেছে।
এলাকাবাসী সুত্রে জানাযায়, গত চারমাস ধরে কহুলি-কুন্দারহাট সংযোগ সড়কের বেলগাড়ীতে কালভার্টের ছাদের অংশ ভেঙে গেছে। ভেঙে যাওয়া অংশে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ভাঙা কালভার্টের ওপর দিয়ে প্রতিদিন ঝুঁকিপূর্ণ চলাচল করছে এলাকাবাসী। শুধু ভেঙে যাওয়া অংশই নয় পুরো কালভার্টটিই এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এছাড়াও ৭ মাস আগে ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই-মাটিহাস সংযোগ সড়কের টিনপট্রি ও চককড়ই এলাকায় কালভার্ট ভেঙে পড়েছে। এ কারনে ওই এলাকার সাধারণ মানুষ দূর্ভোগে পড়েছেন। তারা যানবাহনে করে সরাসরি কোথাও যেতে পারছে না। সিএনজি, ট্রাক, বড় ভটভটি হাটকড়ই থেকে মাটিহাস গ্রামে চলাচল করতে পারছে না।
কহুলি এলাকার বাসিন্দা শামিম হোসেন বলেন, শিক্ষাথীসহ ইউনিয়ন পরিষদে আসতে হয় এসড়ক ধরেই। এছাড়া ধান ও আলুর মৌসুমে ধান ও আলুর বোঝাই ট্রাক দেবে গিয়ে রাস্তার মাঝে আটকে থাকে। এতে করে ভোগান্তিতে পড়তে হয় কৃষকদের। কালভার্টের ছাদের অংশ ভেঙে গেছে। ফলে ভাঙা কালভার্টের ওপরদিয়ে ঝুকিনিয়ে যানবাহনসহ এলাকার মানুষদের চলাচল করতে হচ্ছে। গর্তটি এখন মরনফাঁদে পরিণত হয়েছে। যে কোন সময় গর্তে হতাহতের আশঙ্কা রয়েছে। তাই দ্রুত সমস্যা সমাধান ও নতুন কালভার্ট নির্মানে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিকট দাবি জানান তিনি।
হাটকড়ই এলাকার মিজানুর রহমান বলেন, হাটকড়ই-মাটিহাস সংযোগ সড়কে দীর্ঘদিন ধরে টিনপট্রি ও চককড়ই এলাকায় দুইটি কালভার্ট ভেঙে পড়েছে। কালভার্ট নতুন করে নির্মানের জন্য জনপ্রতিনিধিদের বলা হলেও এখনও তারা কোন পদক্ষেপ নেননি। এজন্য এলাকাবাসীর দূর্ভোগ পোহাতে হচ্ছে।
ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, জনগনের দূর্ভোগের কথা চিন্তা করে হাটকড়ই-মাটিহাস সংযোগ সড়কে নতুন কালভার্ট নির্মানের উদ্দ্যেগ নেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে কাজ শুরু করা হবে।