সৈয়দপুরে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

নীলফামারীর সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় অমূল্য চন্দ্র রায় (৪৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলায় চৌমহনী বাজারে এ দুর্ঘটনা ঘটে। অমূল্য চন্দ্র রায় একই উপজেলার বাঙালিপুর ইউনিয়নের পশ্চিম ভগতপাড়া রমেশ চন্দ্র রায়ের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চৌমহনী বাজার থেকে ভ্যান নিয়ে সৈয়দপুর শহরের দিকে আসছিলে অমূল্য চন্দ্র রায়। পথে একটি ট্রাকচাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘাতক ট্রাক ও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল হাসনাত বিষয়টি নিশ্চিত করেছেন।