প্রকাশিত : ১৯ আগস্ট, ২০১৯ ২০:৫৪

বগুড়া প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার
বগুড়া প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

বগুড়া প্রেসক্লাবের সাধারণ সভা সোমবার দুপুরে কাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোজাম্মেল হক লালুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন সংগঠনের কার্যক্রম তুলে ধরেন। পরে কোষাধ্যক্ষ আবুল কালম আজাদ সংগঠনের এপর্যন্ত আয়-ব্যয়ের বিবরণ দেন।

সভায় বগুড়া প্রেসক্লাব ভবন নির্মাণ ত্বরাণিত করা ও কল্যাণ তহবিল বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সংগঠনের গঠনতন্ত্র সংশোধনের জন্য প্রদীপ ভট্টাচার্য্য শংকরকে আহ্বায়ক এবং মাহমুদুল আলম নয়ন ও জে এম রউফকে সদস্য করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের বক্তব্যের ওপরে আলোচনাসহ বক্তব্য রাখেন প্রদীপ ভট্টাচার্য্য শংকর, আরিফ রেহমান, আব্দুর রহিম বগরা, মির্জা সেলিম রেজা, বাদল চৌধুরি, মুরশীদ আলম, সাইফুল বারী ডাবলু, মোমিনুর রশিদ সাইন, অ্যাডভোকেট রুহুল আমীন, এসএম আবু সাঈদ, মামুন উর রশিদ, সাজ্জাদ হোসেন পল্লব, ফরহাদুজ্জামান শাহী প্রমুখ।

উপরে