জেলা যুবলীগের কার্যালয়ে হামলার ঘটনার প্রতিবাদে কাহালুতে বিক্ষোভ মিছিল

বগুড়া জেলা আওয়ামী যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাংচুর ঘটনায় জড়িত চিহিৃত সন্ত্রাসীদের অভিলম্বে গ্রেফতার ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে সোমবার দুপুরে কাহালু উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কাহালু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী টনি। উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি শাহিন ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান (রাজিব), ইসমাইল হোসেন, মাসুদ রানা, উপজেলা যুবলীগনেতা জাহিদুর রহমান, জিন্নাহ, পৌর যুবলীগের সভাপতি আব্দুল আলিম রানা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মান্নান (বাদল), মুরইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রুবাইয়েত হাসান (বাদল), উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম (রিপন) পৌর ছাত্রলীগের সভাপতি সৌগির আহম্মেদ (রিতু) সহ উপজেলা, পৌর, ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।