গোবিন্দগঞ্জে চা খাওয়াকে কেন্দ্র করে শ্রমিক নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে আকালু শেখ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে গোবিন্দগঞ্জ পৌর এলাকার বুজরুক বোয়ালিয়া প্রধানপাড়ার কছের উদ্দিনের পুত্র।
স্থানীয়রা জানায়, গত শনিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার হীরক মোড়ে দোকানে চা খাওয়ার সময় চা দোকানীর সাথে কথার কাটাকাটির এক পর্যায়ে চা দোকানী কয়েকজন সহযোগী সহ আকালু শেখকে বেদম মারপিট করলে সে গুরুতর আহত হয়। আহত আকালুকে স্থানীয় লোকজন উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দেয়। আকালুর অবস্থা আশংকাজনক হওয়ায় কতব্যরত ডাক্তার সোমবার হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রিফার্ড করে। নিহতের স্বজনেরা তাকে বগুড়ার ঠেঙ্গামারা রফাতুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। ওই দিন সন্ধ্যায় আকালু চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মারা যাওয়ার তাৎক্ষনিক সময়ের মধ্যে তার স্বজনেরা লাশ নিয়ে আসে নিজ বাড়ীতে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে এ ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে নিহতের স্বজনেরা জানান।
এ নিয়ে গত পাঁচ দিনে গোবিন্দগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে চার জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।