নন্দীগ্রামে পোনা মাছ অবমুক্ত করলেন এমপি মোশারফ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার জলাশয় গুলোতে বিভিন্ন জাতের ৩৫৮কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্তকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা: শারমিন আখতার, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, পৌর মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুৃল ইসলাম, সাধারন সম্পাদক আনিসুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আক্তার বানু, উপজেলা মৎস্য অফিসার দিলীপ কুমার, প্রমূখ।