নন্দীগ্রামে ৩দিন ব্যাপি ফলদ বৃক্ষমেলার উদ্বোধন

‘পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার’ এ প্রতিপাদ্যাকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কৃষি অফিসের আয়োজনে তিন দিন ব্যাপি ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন ।
মেলা উদ্বোধন শেষে কৃষি অফিসের প্রশিক্ষন রুমে উপজেলা নির্বাহী অফিসার মোছা: শারমিন আখতারের সবাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।
এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, পৌর মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুৃল ইসলাম, সাধারন সম্পাদক আনিসুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আক্তার বানু, উপজেলা কৃষি অফিসার মোহা. মশিদুল হক প্রমূখ।