বিরামপুরে বিনা চিকিৎসায় দশম শ্রেণীর ছাত্র আজিমের মৃত্যুতে বিক্ষোভ সমাবেশ
দিনাজপুরের বিরামপুরের কাটলা উচ্চ বিদ্যালয়ে স্কুল চলাকালীন সময় দশম শ্রেণীর ছাত্র আজিম অসুস্থ হওয়ার পর শিক্ষকদের অবহেলায় চিকিৎসা বঞ্চিত অবস্থায় মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে, আবারও ফুসে উঠেছে ছাত্র/ছাত্রী ও এলাকাবাসী। কয়েক দিন স্কুল বন্ধ থাকার পর আজ স্কুল খুললে বেলা ১২ টায় বিদ্যালয়ের মাঠের সামনে প্রধান শিক্ষক নজরুল ইসলাম সহ জড়িত শিক্ষকদের বহিষ্কার ও বিচারের দাবিতে ক্লাস বর্জন করে বিদ্যালয় মাঠে বিক্ষোভ করে ছাত্র/ছাত্রী ও এলাকাবসী। এই ঘটনার সুষ্ঠ বিচার না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের হুশিয়ারী দেন তারা। এদিকে স্কুল ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষক নজরুল ইসলাম সহ ৬ জন শিক্ষককে সাময়িক বহিষ্কার করেন। অপর দিকে এই ঘটনায় দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রসাশক (শিক্ষা) মাসুদুল আলম ও জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম সমন্বয়ে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি বিদ্যালয় পরিদর্শন করে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপস্থিত ছাত্র/ছাত্রী ও অভিভাবকসহ, এলাকাবাসীকে আশ্বাস দেন।