বগুড়ার শেরপুরে যুবলীগের বিক্ষোভ-সমাবেশে অনুষ্ঠিত
_PIC-20.08_.2019_1.jpg)
বগুড়ার শেরপুরে জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের অফিসে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।আজ মঙ্গলবার (২০আগস্ট) বিকেলে উপজেলা যুবলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি স্থানীয় গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে স্থানীয় বাসষ্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ের সামনে উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেকের সভাপতিত্বে সমাবেশে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. রেজাউল করিম মজনু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নূরে আলম সানি, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান শুভ, সাধারণ সম্পাদক সোহেল রানা, ছাত্রলীগ নেতা সৌরভ আহমেদ শুভ, যুবলীগ নেতা আরিফুজ্জামান আরিফ, মনিরুজ্জামান মনির, শাহীন শেখ, আবু জাফর প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা দলের সভাপতির অফিসে হামলা-ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একইসঙ্গে ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।