রাজীবপুরে শিশু ধর্ষণের ঘটনায় মামলা রেকর্ড না করার অভিযোগ

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে সাখাওয়াত হোসেন নামের এক আ’লীগ নেতা কর্তৃক ৩য় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণর ঘটনা ধামাচাপা দেয়ার অগিযোগ উঠেছে। ধর্ষক সরকারি দলর নেতা হওয়ার কারনে স্থানীয় এক প্রভাবশালী আ'লীগ নেতার মাধ্যমে নির্যাতিত পরিবারটির ওপর প্রভাব বিস্তার করে এবং থানা পুলিশক ম্যানেজ করে বর্বরাচিত ওই ঘটনা ধামাচাপা দেয়া হচ্ছে বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করছে ধর্ষণের স্বীকার মেয়েটির পরিবারের সদস্যরা।আদরের নাতনীর এই ঘটনায় শোক সইতে না পেরে দাদা আব্দুর রহমান(৬৫) আজ মঙ্গলবার সকালে মৃত্যু বরণ করেছে।বিষয়টি নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল বারেক।
এদিকে এঘটনার চারদিন পেরিয়ে গেলেও থানায় কোন মামলা হয়নি। শিশু ধর্ষণর মতো একটি জঘন্য অপরাধ সংঘটিত হওয়ার পর অভিযুক্ত লম্পট প্রকাশ্য ঘুরে বেড়ানোর ফলে এলাকাবাসী'র মনেও নানা প্রশ্ন ও ক্ষোভের সষ্টি হয়ছে।
এদিকে শিশুটির উপর এই নির্যাতনের প্রতিবাদে ও ধর্ষকের শাস্তির দাবিতে আজ রাজীবপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেছে মুক্তির ডাক নামে একটি সংগঠন।
রাজীবপুর উপজলার পাটাধোয়া পাড়া গ্রামের দিনমজুরের কন্যা ৩য় শ্রণির মেধাবী ছাত্রীক প্রলাভন দেখিয়ে শনিবার (১৭ আগস্ট) রাতে নিজর বাড়িতে ডেকে নিয়ে ধর্ষন করে প্রতিবেশী সাখাওয়াত হোসেন নামের ওয়ার্ড আ'লীগ নেতা। এরপর শিশুটি অসুস্থ হয় পড়লে প্রথমে রাজীবপুর উপজলা স্বাস্থ কমপ্লেক্স এবং পরে জামালপুর সদর হাসপাতাল চিকিৎসা প্রদানসহ ডাক্তারি পরীক্ষা করা হয়। নির্যাতিত শিশুটির বাবা সাংবাদিকদের বলেন, আমরা গরীব মানুষ। ওরা সরকারি দল করে। মামলা করতে না করে, থানায় অভিযোগ দিলাম পুলিশ মামলা রেকর্ড করে না।
মামলা না রেকর্ড করার বিষয়ে জানতে চাইলে ঢুষমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহানী বলন, ‘ঘটনার জানার পর আমি নির্যাতিত পরিবারর বাড়িতে ও হাসপাতালে গিয়ছিলাম এবং তাদের অভিযাগ নিয়ে থানায় আসত বলছি। আজ মঙ্গলবার শিশুটির বাবা অভিযোগ দিয়ে গেছে। তব এখনও মামলা রকর্ড করা হয়নি ডাক্তারি রিপোর্ট পেলেই মামলা রেকর্ড করব ।