বিরামপুরে নদীতে গোসল করতে নেমে ছাত্র নিখোঁজ

বিরামপুরে নদীতে গোসল করতে নেমে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিস দল অনুসন্ধান করে ঐ ছাত্রের কোন হদিস করতে পারেনি।
জানা গেছে, বিরামপুর শহরের পূর্বজগন্নাথপুর সাহেবপাড়া মহল্লার সুমন হোসেনের পুত্র বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সিয়াম (১৪) স্কুল ফাঁকি দিয়ে কয়েক সহপাঠি মিলে বুধবার (২১ আগষ্ট) বিরামপুর শাখা যমুনা নদীর কৃষ্টচাঁদপুর ঘাটে গোসল করতে নামে। এসময় সাঁতার না জানা সিয়াম ডুবে যেতে থাকলে অন্য বন্ধুরা তাকে টেনে তোলার চেষ্টা করে ব্যর্থ হয়। এক পর্যায়ে সিয়াম নদীর পানিতে তলিয়ে যায়। বিরামপুর ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ আইযুব আলী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে যায়।
বিরামপুরে কোন ডুবুরি না থাকায় রংপুর থেকে ডুবুরি দল এনে উদ্ধার কাজ চালানো হচ্ছে। এখবর লেখা পর্যন্ত ঐ ছাত্রের কোন সন্ধান মিলেনি। বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন জানান, ছাত্র সিয়াম বুধবার স্কুলে আসেনি। তার পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে স্কুলের অন্যান্য শিক্ষকসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ তদারকি ও পরিবারকে শান্তনা দেওয়া হয়েছে।