বগুড়ার বাইপাস সড়কে দুইটি সিএনজিকে বাঁচাতে গিয়ে ট্রাকের সাথে বাসের সংঘর্ষ
.jpg)
বগুড়ার বাইপাস ঢাকা-রংপুর মহাসড়কে দুইটি সিএনজিকে বাঁচাতে গিয়ে ট্রাকের সাথে বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাসটি ফুলবাড়ী ফাঁড়ীর পুলিশের হেফাজতে রয়েছে।
জানা যায়, মঙ্গলবার রাতে ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাস বগুড়া সদরের বাইপাস নামক স্থান অতিক্রম করার সময়, দুইটি সিএনজি হঠাৎ বাসের সামনে পড়লে বাসটি সিএনজি কে বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে সংঘর্ষ হয়। খবর পেয়ে তাৎণিক ঘটনাস্থলে ছুটে আসেন ফুলবাড়ী ফাঁড়ী পুলিশ ইনচার্জ শফিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স। তারা দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়। এ বিষয়ে ফুলবাড়ী ফাঁড়ীর ইনচার্জ শফিকুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, বাসটি বেপরোয়া গড়িতে এসে ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এ জন্য বাসটিকে আটক করে রাখা হয়েছে। এদিকে গাড়ির মালিক পদের সাথে কথা বললে তারা জানান, বাসটি বাইবাস রোডে দুইটি সিএনজিকে বাঁচাতে গিয়ে এই দূর্ঘাটনায় পড়তে হয়।