কাহালুর মালঞ্চা ইউনিয়ন আঃ লীগের আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে বুধবার বিকেলে বগুড়ার কাহালুর এরুইল স্কুল মাঠে মালঞ্চা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এক স্মরণ সভা অনুষ্ঠিত। স্মরণ সভায় সভাপতিত্ব করেন মালঞ্চা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউ পি সদস্য আব্দুল মতিন (বাবলা)। উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। মালঞ্চা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফজলুর সঞ্চালনায় স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ডাঃ আব্দুল হাকিম, সাবেক সহ-সভাপতি এ্যাডঃ হেলালুর রহমান হেলাল, এ্যাডঃ রেজাউল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক মানিক উদ্দিন কবিরাজ, বগুড়া জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাউছার হামিদ (রুবেল), দপ্তর সম্পাদক জাকারিয়া (আদিল), কাহালু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী টনি, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব অধ্যাপক এ এন এম আহছানুল হক, মুরইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল গোফফার (করিম), জেলা জেলা যুবলীগের সদস্য রিয়াজুল হক (ডনীল), এম এ মজিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগনেতা জাহাঙ্গীর আলম, শাফিকুল ইসলাম (শফিক), সামছুদ্দোহা রাবু, হাসেন আলী, আসাদুর রহমান (ডলার), উপজেলা যুবলীগনেতা শাহিন ফকির, আব্দুল আলীম, মেহেদী হাসান (রাজিব), জাহিদুর রহমান, রোবাইয়েত হাসান বাদল প্রমূখ। উক্ত জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ও ২১ আগষ্ট গ্রেনেড হামলার স্মরণ সভায় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। স্মরণ সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্ট শাহাদত বরণকারী এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলায় শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।