পোরশায় ডা: বশিরুল হকের শাহাদত বার্ষিকী পালন
_.jpg)
নওগাঁর পোরশায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন এমএলএ ডা: শাহ্ বশিরুল হক চৌধুরীর ৩৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্্র মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ডা: বশিরুল হকের নাতি অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নাজমুল হামিদ রেজা।
অন্যানের মধ্যে থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু হেনা মোস্তফা কামাল বাদল ও ওবাইদুল্লাহ শেখ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী, ইউপি চেয়ারম্যান আবুল কালাম শাহ্, শাহাদত হোসেন শাহ্ ও তাইজুল ইসলাম শাহ্, যুবলীগ সাধারন সম্পাদক মাহমুদুল হাসান খোকন, সাংগঠনিক সম্পাদক ফুয়াদ মাহমুদ চৌধুরী, সেচ্ছাসেবক লীগের আহবায়ক আবু হাফিজ সহ স্থানীয় মুক্তিযোদ্ধা সদস্যগণ ও আওয়ামী লীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।