গোবিন্দগঞ্জে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২০১৮-১৯ অর্থ বছরে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়ক (পাবর্ত্য চট্রগ্রাম ব্যতীত) প্রকল্পের আওতায় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ এবং ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর মাঝে পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে।গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ২২ আগষ্ট (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলণ কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বম্মর্ণের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পৌরসভার মেয়র আতাউর রহমান সরকার,সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন, থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ। আদিবাসী ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর মধ্যে বক্তব্য রাখেন ডা.রাজেস টুডু, ডা. ফিলেমন বাস্কে, স্যামন মঙ্গল রমেশ সৃতি বিদ্যা নিকেতণের প্রধান শিক্ষক প্রিসিলা মুরমু প্রমূখ। উপজেলার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী পরিবারের ৬৭০ জন ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ সহ আদিবাসীদের চাষাবাদের সুবিধার্থে ২ টি পাওয়ার টিলার বিতরণ করা হয়।