কাহালুতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বুধবার রাতে বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে স্বপন প্রামানিক (১৯) নামক এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে কাহালু থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। স্বপন প্রামানিক উপজেলার পাইকড় ইউনিয়িনের আমপুর ভাটোহালী গ্রামের মৃতঃ সোলায়মান আলীর পুত্র। নিহতের পরিবার সূত্রে জানা যায়, স্বপন প্রামানিক পেশায় একজন রং মিন্ত্রী। গত বুধবার বিকেলে ক্রিকেট খেলার কথা বলে বাড়ী থেকে বের হয়। রাতে সে আর বাড়ীতে ফিরেনি। বৃহস্পতিবার ভোরে প্রতিবেশীর লোকজন বাড়ীর পার্শ্বে আম বাগানের গাছের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে কাহালু থানা পুলিশকে খবর দেয়। তার আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং থানায় ১টি ইউ ডি মামলা দায়েে করা হয়েছে।