বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পর্শে কৃষকের মৃত্যু

বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পর্শে মো. নায়েব আলী (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গত বুধবার (২১আগস্ট) সন্ধ্যারাতে উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নায়েব আলী ওই গ্রামের মৃত খোসাল মন্ডলের ছেলে। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান গনি এই তথ্য নিশ্চিত করে জানান, কৃষক নায়েব আলী নিজ শয়নকক্ষ থেকে পাশের রান্না ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়ার কাজ করছিলেন। কিন্তু অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ছিটকে পড়লে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় দ্রুত উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের এই কর্মকর্তা জানান, উক্ত ঘটনায় থানায় একটি উপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: বগুড়া,শেরপুর,বিদ্যুৎস্পর্শ,মৃত্যু
১৫ মে, ২০১৯
১৬ মে, ২০১৯
১৬ মে, ২০১৯
১৮ মে, ২০১৯
১৯ মে, ২০১৯