বগুড়ার শেরপুরে গভীর রাতে স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত
_PIC-22.08_.2019-1_.jpg)
বগুড়ার শেরপুরে গভীর রাতে নবমশ্রেণীর এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার (২১আগস্ট) রাত অনুমান ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. লিয়াকত আলী সেখ মেয়ের বাড়িতে উপস্থিত হয়ে ওই বিয়ে বন্ধ করে দেন। একইসঙ্গে বরকে দশ দিনের কারাদন্ড দেয়ার পাশাপাশি ছেলের বাবা ও কাজী সাহেবের অর্থ দন্ড ও করেছেন তিনি। তবে কনেকে (মেয়ে) আটক করা হলেও বয়স বিবেচনা করে তার বাবার জিম্মায় ছেড়ে দেয়া হয়। এসময় শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবিরসহ উপজেলা ও পুলিশ প্রশাসনের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাকোরকোলা গ্রামের আকিমুদ্দিনের স্কুলপড়–য়া মেয়ে আদরী খাতুনের (১৪) সঙ্গে পাশের ভাদরা গ্রামের মহসিনের ছেলে ইকবাল হোসেনের (১৬) সঙ্গে মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। এমনকি বিয়ে রেজিষ্ট্রি করার জন্য স্থানীয় কাজী সাহেবও সেখানে উপস্থিত হন। গোপনে বিষয়টি জানতে পেরে সেখানে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের ভ্রাম্যমাণ আদালত। পরে মুহুর্তের মধ্যেই বাল্যবিয়ের আয়োজন ভু-ুল হয়ে যায়। এসময় মেয়ের বাবা আকিমুদ্দিন তার মেয়েকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে অঙ্গীকার নামা দেন। এছাড়া বরকে উক্ত সাজা এবং ছেলের বাবা ও কাজী সাহেবের অর্থ দ- করেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো লিয়াকত আলী শেখ এই তথ্য নিশ্চিত করে জানান, বাল্যবিয়ে বন্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।