নন্দীগ্রামে ইসলামী ব্যাংকের উদ্দ্যেগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নন্দীগ্রাম শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় নন্দীগ্রাম শাখা প্রাঙ্গনে ফ্রি এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রকল্প কর্মকর্তা মো: শামীম সরকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক নন্দীগ্রাম শাখার ম্যানেজার অপারেসন্স মো: কাজী শেরে আলী মোস্তফা।
উক্ত চক্ষু শিবিরে ১০০ জন সদস্যেকে ফ্রি চক্ষু সেবা ও ঔষধ প্রদান করা হয়। চক্ষু সেবা প্রদান করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়া ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নন্দীগ্রাম এর চক্ষু স্পেশালিষ্ট ডা: ফ, নম, গাউসুল হাসান ( সুজন)। চক্ষু সেবা ছাড়াও তিনি চক্ষুর নিরাপত্তা ও যত্ন সম্পর্কে আলোচনা করেন।