হিলিতে আবারও দ্বিগুন দাম বেড়েছে ভারতীয় পেঁয়াজের
.jpg)
এক সপ্তাহের ব্যবধানে দ্বিগুন ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে।
পেঁয়াজের মৌসুম শেষ হয়ে যাওয়া এবং বন্যার কারনে হিলি বন্দর দিয়ে অনেকটাই আমদানি কমেছে তাই বেড়েছে পেঁয়াজের দাম এমনটি জানিয়েছেন ব্যবসায়ীরা।
প্রকারভেদে এসব পেঁযাজের দাম বেড়েছে কেজি প্রতি ১৮ থেকে ২০ টাকা। এক সপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ২০ থেকে ২২ টাকা। আজ সে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকা।
দফায় দফায় দাম বাড়ায় পেঁয়াজ কিনতে এসে বিপাকে পড়েছে পাইকাররা। খুচরা বিক্রেতারা বলছে আমদানি কম হওয়ায় বন্দরের পাইকার ব্যবসায়ীদের কারসাজিতেই পেঁয়াজের দাম দ্বিগুন করা হয়েছে।
বাংলাদেশের দ্বিতীয় বুহত্তর হিলি স্থলবন্দর দিয়ে দেশের চাহিদার বেশীর ভাগ পেঁয়াজ আমদানি হয়ে থাকে। আর এই পেঁয়াজ আমদানির কারনে বন্দর এলাকায় গড়ে উঠেছে পেঁয়াজের আড়ৎ। যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে কিনতে আসে পাইকাররা।শুরু হয় সকাল থেকে রাত পর্যন্ত পেঁয়াজের বেচা-কেনা।
হিলি পেঁয়াজের আড়ৎগুলোতে বেড়েই চলেছে দফায় দফায় পেঁয়াজের দাম। দুই দফায় পেঁয়াজের দাম বেড়ে বিক্রি হচ্ছে ৪০-৪২ টাকা দরে। যেটি এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ১৮-২০ টাকা দরে।
ব্যবসায়ীরা বলছে ভারতে বিভিন্ন রাজ্যে বন্যার কারনে পেঁয়াজের দাম বুদ্ধি পেয়েছে তাই আমাদের বেশী দামে বিক্রি করতে হচ্ছে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানয়, হিলি স্থলবন্দর দিয়ে হঠাৎ পেঁয়াজের আমদানি কম হওয়ায় বুদ্ধি পেয়েছে পেঁয়াজের দাম। তবে দেশে চাহিদা মোতাবেক অনেক পেঁয়াজে এলসি দেওয়া হয়েছে। আশা করছি দু-এক দিনের মধ্যে পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে আসবে।
এদিকে কাষ্টম কর্মকর্তা জানায়, দ্ইু কর্ম দিবসে ৫১টি ভারতীয় পেঁয়াজের ট্রাক আদানি হয়েছে এই বন্দর দিয়ে।