যে ভাবে নামকরণ হলো বগুড়ার কাহালু উপজেলার

বাংলায় মুসলিম বিজেতা আমলের আগে ইসলাম ধর্ম প্রচারে বগুড়ার কাহালু উপজেলায় আসেন শাহ-সুফী হযরত সৈয়দ কালু পীর (রহঃ)। বর্তমানে কাহালু থানার পিছনে এক সময় বটগাছ, জামগাছ ও তালগাছ ছিল। যখন ইসলাম প্রচারে শাহ-সুফী হযরত সৈয়দ কালু পীর (রহঃ) আসেন তখনই বটগাছের নীচে তিনি আস্তানা গাড়েন। তার সুফীবাদের আদর্শ ও দর্শনে ঐ সময় অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করে অনুসারী হন এই শাহ-সুফী হযরত সৈয়দ কালু পীর (রহঃ) কাছে। এই শাহ-সুফী হযরত সৈয়দ কালু পীর (রহঃ) সম্পর্কে কেউ বিস্তারিত কোনো তথ্য দিতে না পারলেও প্রবীণ ব্যক্তিদের ধারণামতে ইরাক থেকে ইসলাম প্রচারের জন্য এখানে এসেছিলন শাহ-সুফী হযরত সৈয়দ কালু পীর (রহঃ)। তিনি মারা যাওয়ার পর তার অনুসারীরা এখানেই তাকে দাফন করেন। এই শাহ-সুফী হযরত সৈয়দ কালু পীর (রহঃ) আদর্শের কথা চিন্তা করে অনুসারীরা এক সময় তার নামেই কাহালুর নামকরণ করেন।
অতীতে কালু নামেই কাহালু পরিচিত ছিল। পরবর্তীতে কালু নাম থেকে কাহালু হয়। এখনে উপজেলার পল্লী এলাকার প্রবীণ ব্যক্তিরা কাহালুকে এখনও কালু বলে। কাহালু থানা হওয়ার আগ পর্যন্ত এই মাজারের তেমন গুরত্ব ছিল না। থানা হওয়ার পর কোনো এক দারোগা মাঝে-মধ্যে স্বপ্ন দেখতো। ঐ দারোগে থানার পিছনে প্রতিদিন সন্ধ্যায় মোমবাতি জ্বালাতো। সেই থেকে এখানে শাহ-সুফী হযরত সৈয়দ কালু পীর (রহঃ) মাজারের অনেক গুরুত্ব বাড়ে। প্রতি বছর ২ দিন ব্যাপী এখানে ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ওরশ মাহফিলে আসেন হাজার হাজার ভক্ত ও অনুসারীরা। এছাড়াও প্রতি মাসে এখানে জিয়ারত হয়। জিয়ারতে জিকিরে মশগুল হন ভক্তবৃন্দরা।