শেরপুরে প্রয়াত আ.লীগ নেতার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
_PIC-23.08_.2019-1_.jpg)
বগুড়ার শেরপুরে জেলা আওয়ামীলীগের সদস্য ও সীমাবাড়ী ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান প্রয়াত আশরাফ উদ্দীন সরকার মুকুলের স্মরণসভা ও দোয়া মাহফিল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় এসআর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান খানের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু। আর সম্মানিত অতিথি হিসাবে রাখেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, এড. গোলাম ফারুক, ইলিয়াস উদ্দীন মিন্টু, মোহাম্মদ আলী মন্টু মাষ্টার, সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক শাহজামাল সিরাজী। এছাড়া অন্যদের মধ্যে ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী, আ.লীগ নেতা আজিজুল ইসলাম মজনু, আব্দুল হালীম তালুকদার, মনছুরুর রহমান, গোলাম রফিক, চঞ্চল কু-ু, প্রয়াত নেতার ছেলে সাব্বির হোসেন সরকার সাগর প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন কুমার বসাক। শেষে প্রয়াত নেতা আশরাফ উদ্দীন সরকার মুকুলের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মোনাজাত করা হয়।