বগুড়া ফুলবাড়ী পল্লী মঙ্গল সমিতির বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসি

বগুড়া ফুলবাড়ী পল্লী মঙ্গল সমিতির বিরুদ্ধে নানা অনিয়ম’র অভিযোগে ফুঁসে উঠেছে সমিতির সাধারণ সদস্য ও এলাকাবাসি। দেড় যুগ যাবত চলে আসা সমিতির মার্কেটের দোকান ভাড়া, বিলবোর্ড ভাড়া, কোচিং সেন্টার ও অন্যান্য উৎস থেকে আয়ের প্রায় এক কোটি টাকা অনিয়মের অভিযোগ উঠেছে সমিতির বিরুদ্ধে।সংবাদ সম্মেলনে বিভিন্ন দাবিতে সমিতির সদস্য মামুনুর রশিদ বলেন, গঠনতন্ত্র তৈরী করে দ্রুত সাধারণ সভা ডেকে সভায় আয় ব্যয়ের হিসাব দাখিল করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দিতে হবে।
নেশাগ্রস্থ সদস্যদের সমিতির সদস্যপদ থেকে বহিস্কার করতে হবে। কথিত সাধারণ সম্পাদক রাশেদুল আলম শাওন কর্তৃক প্রান নাশের হুমকি ও পুলিশি হয়রানী বন্ধ করতে হবে। সংবাদ সম্মেলনে বলা হয়, গত দেড় যুগ যাবত স্বৈরশাসনের মাধ্যমে চলে আসা পল্লী মঙ্গল সমিতির সভাপতি সাধারণ সম্পাদক প্রতি মাসে প্রায় ২০ হাজার টাকা ভাড়া, জামানত হিসাবে প্রায় ২৫ লাখ টাকা আদায় করা, বিলবোর্ড ভাড়া, কোচিং সেন্টার হিসাবে ভাড়াসহ অন্যান্য উৎস থেকে প্রায় এক কোটি টাকা আয় হলেও তার হিসাব নেই সমিতির কাছে। বর্তমান নামধারী কমিটি সমিতিকে ব্যক্তিগত অফিস বানিয়ে সংগঠনকে বহিরাগত জুয়ারুদের বিশ্রামাগার হিসাবে ব্যবহার করছে। সমিতির নানা অনিয়মের বিরুদ্ধে যখন এলাকাবাসি সংগঠিত হচ্ছে প্রতিবাদ করার জন্য, ঠিক তখন শাওন হত্যার হুমকিসহ পুলিশি হয়রানীর ভয় দেখিয়ে সাধারণ সদস্য ও এলাকাবাসিকে বিভ্রান্ত করার চেস্টা করছে। আজ শনিবার দুপুরে বগুড়া প্রেসকাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সদস্যরা ও এলাকাবাসি উপরোক্ত কথাগুলো বলেন। সংবাদ সম্মেলনে এলাকাবাসির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, ফুলবাড়ী পল্লী মঙ্গল সমিতির সদস্য মামুনুর রশিদ।
তিনি বলেন,সমিতির সাধারণ সভার আয়োজন করতে হবে সমিতির সকল সদস্য ও এলাকাবাসি তথা জনসম্মুখে সরকারি আজিজুল হক কলেজ (ফুলবাড়ী ) মাঠে। জনসম্মুখে হাজির করতে হবে আয় ব্যয়’র হিসাব নিকাশ। সমিতির টাকায় সাধারণ সম্পাদকের এসি রুম, ঝাড়বাতি , আলোকসজ্জা ব্যবহার বন্ধ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী এলাকার বিপ্লব, মোঃ কুতুব,শাহ আলম ওরফে পরান, আব্দুল খালেক, শামিম, মিম,সাদ্দাম, মোঃ মফু, মোঃ সিজ্জাত,সাগর,ইউসুব, রকি, রবিন, গিট্টু,মুন,মহাতাব, রাফি, রাজিবুল,মন্টু, আয়নুল, ফেরদ্রৌস, বাবু,বাছেদ, আনোয়ার, মোজাহার আলী, রব্বানি, ছানোয়ারসহ এলাকাবাসি।